|
---|
আজিম সেখ,নতুন গতি, বীরভূম:-বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কষ্ঠগড়া, সোয়াসা, মুড্ড গ্রামে রয়েছে বেশকিছু পোল্ট্রি ফার্ম। এই ফার্মগুলো থেকে পোল্ট্রি মুরগি সরবরাহ করা হয় পুরো এলাকায়। কিন্তু আজ সকাল হতেই লোকের চোখে পড়ল শতাধিক মুরগি মরা।সোয়াসা গ্রামের মহাদেব মণ্ডলের ফার্মে মরেছে বেশ কিছু মুরগি।
কিন্তু এই মহাদেব মন্ডল তার লোক জন দের দিয়ে সেই মরা মুরগি ফেলে দেই কষ্ঠাগড়া থেকে মুড্ড গ্রাম যাবার পথে একটি মেন ক্যানেল এর পাড়ে।এখানে রয়েছে শতাধিক মরা মুরগি এই ক্যানেলের পাড়ে। আর এই মরা মুরগি গুলো কুকুরে নিয়ে যাচ্ছে গ্রামে ও গ্রামের আসে পাশে। ছড়াচ্ছে গন্ধ, হচ্ছে পরিবেশ দূষণ , আতঙ্কিত হচ্ছে মানুষ, এই খবর পেয়ে কাষ্ঠ গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ বেশ কয়েকটি কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন ।খতিয়ে দেখেন প্রতিটি গ্রামের পোল্ট্রি ফার্ম। ডাক দেওয়া হয় পোল্ট্রি ফার্মের মালিক দেরকে এবং তাদেরকে জানতে চান এইভাবে পরিবেশ দূষণ করছেন কেন তারা। প্রশ্ন উত্তর তারা বলেন করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছে তাই আমরা এখন ফার্মের মুরগি চাষ করি না। এই সমস্ত মরা মুরগি সোয়াসা গ্রামের মহাদেব মন্ডলের। আমরা মহাদেব মন্ডলের ফার্মে পৌঁছায় সেখানে দেখি ফার্মের ভিতর রয়েছে বেশকিছু মরা মুরগি এবং আশেপাশে পড়ে রয়েছে বেশকিছু মরা মুরগি।
এবং মারাত্মক ব্যাপার হলো এই মহাদেব মন্ডল এর পোল্ট্রি ফার্ম থেকে মাত্র কুড়ি মিটার এর মধ্যে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বসতবাড়ি। কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাকে কড়া ভাবে নির্দেশ দেন আপনি যদি এই ফার্ম পরিচালনা করেন তাহলে সুস্থ ভাবে করুন। আপনি এইভাবে মরা মুরগি অযথা যেখানে সেখানে ফেলবেন না ।আপনি আপনার লোকজনদের নিয়ে মরা মুরগি গুলো গুটিয়ে একটি গর্তের মধ্যে ঢেকে দিন। খেয়াল রাখবেন পাশে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তা না হলে প্রশাসন আপনার ব্যবস্থা নেবে।
কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান আমরা আজকে প্রতিটি পল্টি ফার্ম ঘুরে দেখে বেড়িয়েছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি। আগামী দিনে যদি তারা মরা মুরগি রাস্তা বা যেখানে সেখানে ফেলে দেয় তাহলে আমরা উপর মহলে জানাবো এবং আইন আইনের ব্যবস্থা নেবে।