সিদ্দিক – ই- আকবর মিশন ক্যাম্পাসে ১৭৩ জন মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীকে জি. ডি. মেরিট স্কলারশিপ প্রদান করা হয়

নিজস্ব সংবাদদাতা : ১২নভেম্বর, রবিবার, জি. ডি. চ্যারিটেবল সোসাইটির অন্তর্গত বাঁকুড়া জেলার পাত্রাসায়ের ব্লকের সিদ্দিক – ই- আকবর মিশন ক্যাম্পাসে পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্তের ১৭৩জন মেধাবী ও দরিদ্র ছাত্র – ছাত্রীকে জি. ডি. মেরিট স্কলারশিপ প্রদান করা হয়।
পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলার দরিদ্র অথচ মেধাবী ছাত্র – ছাত্রীরা তাদের উচ্চশিক্ষা লাভের জন্য পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জনাব মোস্তাক হোসেন সাহেবের অর্থানুকূল্যে এই জি. ডি. মেরিট স্কলারশিপ পেয়ে থাকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতাকা শিল্প গোষ্ঠীর অন্যতম আধিকারিক সইদুল ইসলাম খান সাহেব, তিনি বলেন পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের অজ্ঞতা ও দৈন্য দশা দূরীভূত করতে প্রথম উদ্যোগ নিয়ে ছিলেন দানবীর হাজী মহম্মদ মহসীন। তারপরেই এই দূর্দশার হাত
থেকে নিষ্কৃতি পাবার উপায় হল শিক্ষা, এই কথা উপলব্ধি করেন G.D. Charitable Society ও Pataka Industries Pvt. Ltd. র কর্ণাধার জনাব
আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ছাত্র-ছাত্রী যাতে প্রকৃত শিক্ষা পেতে পারে তার জন্য তিনি নিঃস্বার্থ ও নিরলস
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর্থিক অনটন যাতে শিক্ষার অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেধাবৃত্তি দিয়ে থাকেন। তার জি.ডি চ্যারিটেবল সোসাইটি ও জি.ডি স্টাডি সার্কেলর ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট কয়েকজন শিক্ষানুরাগী ও প্রাক্তন আমলাদের আন্তরিক উদ্যোগ ও সহযোগীতায় বর্তমানে পশ্চিমবঙ্গে ৫০টিরও অধিক আবাসিক মিশন গড়ে উঠেছে। এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি ডি একাডেমির অন্যতম সদস্য আবদার রহমান সাহেব ও মিশন পরিচালনা কমিটির মাননীয় সদস্যবৃন্দ।