|
---|
আজিজুর রহমান,গলসি : যক্ষ্ণা রুগীদের নিয়ে সচেতনা শিবির করলেন পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাঃ সর্ণাভ হাজরা। গলসি ১ নং ব্লক বিডিও অফিসে এলাকার ত্রিশজন যক্ষ্ণা রুগীকে নিয়ে ওই শিবির করা হয়। ডাক্তার সর্ণাভ হাজরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসায় যক্ষ্ণা রোগ নিরাময় হয়। আক্রান্তদের পুষ্টির ঘাটতি থাকলে তাদের পুষ্টিযুক্ত খাবার খেতে হয়। তিনি বলেন, একটানা কাশি হলে সকলের উচিত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে একবার কফ পরীক্ষা করে নেওয়া। যক্ষ্মায় আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা করা হয় সকল রোগীদের। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে বা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করলে সেখানে বিনামূল্যে সব চিকিৎসা পরিসেবা দেওয়া হয়। এমনকি আশাকর্মীদের মারফতে জানলে আক্রান্তদের পরিসেবা দেওয়া হয়। এদিনের শিবির থেকে ত্রিশ জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। যে কাজে সহযোগিতা করেছেন স্থানীয় ভদ্রেশ্বর এগ্রো ইন্ডাস্ট্রিজ নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আয়োজকদের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।