নারীদের অবস্থান নিয়ে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন।

লুতুব আলি, ১২ এপ্রিল : জি টয়েনটি আওতাভুক্ত ভারত নারী অগ্রগতির ব্যাপারে পিছিয়ে পড়ায় ১২ এপ্রিল কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক : ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন সেন্টার। সাংবাদিক সম্মেলনের বিষয় ছিল : জি টোয়েন্টির অধীনে এল২০ সাইট ইভেন্ট নারী ও কর্মসংস্থান এবং ভারতবর্ষের নারীদের অবস্থান। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন টি ইউ সি সি র সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি। টিইউ সি সির রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী এই প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে জানান, ইউরোপের দেশ গুলিতে নারীদের কর্মসংস্থান শীর্ষস্থানে পৌঁছাচ্ছে। এমনকি ভারতের থেকে পিছিয়ে পড়া ও ছোট ছোট দেশগুলি ও এ ব্যাপারে ভারতকে টেক্কা দিচ্ছে। ভারতের নারীরা অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। রাষ্ট্রগতভাবে এ ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগী না হলে এই সংকটের মোকাবেলা করা খুবই দুরুহ ব্যাপার বলে রবীন্দ্রনাথ বাবু মনে করেন। সেদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে রবীন্দ্রনাথ চক্রবর্তী, রুপা খান চক্রবর্তী। উপস্থিত ছিলেন আম্বিয়া হোসেন, কিরণ সাহেব, দেইটি দাস, শেখ বাবলু, জাহাঙ্গীর হোসেন, অমিত দত্ত, প্রদীপ দত্ত প্রমুখ। উল্লেখ্য আগামী ১৬ এপ্রিল টি ইউ সি সির পক্ষ থেকে কলকাতার কাঁকুড়গাছি তে এ ব্যাপারে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারের উদ্বোধন করবেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই সেমিনারে রাজ্য ও জাতীয় স্তর থেকে বিভাগীয় আধিকারিকেরা উপস্থিত থাকবেন।