দারুল উলুম সেহারাবাজারের উদ্যোগে আল মদিনা জামে মসজিদে দোয়া ও জিকিরের মজলিস

এম এস ইসলাম, সেহারাবাজার : মাদ্রাসা দারুল উলুম সেহারা বাজার কে যারা জন্ম লগ্ন থেকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং মাদ্রাসার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি ইন্তেকাল করেছেন তাদের প্রত্যেকের জন্য সারাদিন ধরে কোরআন খতম দোয়া ও জিকিরের মজলিসের আয়োজন করা হয়। বর্ধমান জেলার বৃহত্তম মসজিদ আল মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত হল মাদ্রাসা দারুল উলুমের তরফ থেকে দোয়া ও জিকিরের মজলিস। দোয়া ও জিকিরের মজলিসটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি সাইফুল্লাহ সাহেব । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুল উলুম এর মুফতি জাকির হোসেন, সৈয়দ হোসেন। সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজী বদরুল আলম, ঈমানুর চৌধুরী, হাজি সিদ্দিক হাসান ,মৌলানা মফিজ, মৌলানা নাসির, হাফেজ মঈনুদ্দিন সহ অনেক বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে প্রাক্তন দেওবান্দ মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মুফতি সাইফুল্লা সাহেব বর্তমানে সেহারা বাজার মাদ্রাসার দারুল উলুমের শিক্ষকতা শুরু করেছেন।বর্তমান মাদ্রাসায় হাফেজ ,মৌলানা ,কারি ,ইফতা ও ফতোয়া ক্লাস শুরু হয়েছে। অনুষ্ঠানে মুফতি সাইফুল্লাহ সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেন কোন প্রকৃত মোমেন ব্যক্তি দ্বারা কোন খারাপ কাজ হতেই পারে না। যদি বড় কোনো খারাপ কাজ হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে প্রকৃতি মোমিন ব্যক্তি হতে পারেনি । কোরআন ও হাদিসের উপর জীবন ধারণ করলে ইহকাল এবং পরকালে শান্তি আসবে । মাদ্রাসার কার্যকরী সম্পাদক হাজী মাওলানা আশরাফ আলি বলেন আমরা প্রত্যেক বছর এরকম দোয়ার মজলিস করে থাকি ।সারাদিন ধরে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোরান পাঠ করে । মাদ্রাসাকে যারা বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করে এসেছে বা যারা মারা গেছেন এবং সমস্ত মানুষের জন্য দোয়া করা হয়। এই দোয়ার মজলিসে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। মুফতি সাইফুল্লাহ সাহেব জিকির পরিচালনা করার পর অশ্রুসিক্ত নয়নে সমগ্র মানব জাতির জন্য দোয়া প্রার্থনা করেন। মাদ্রাসার বর্তমান সম্পাদক হাজী কুতুব উদ্দিন তাবলীগের কাজে সুদূর কাশ্মীর থেকে সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন। হাজী কুতুব উদ্দিন বলেন তাদের এই দোয়ার মধ্যে শুধুমাত্র মাদ্রাসার সঙ্গে সম্পর্কযুক্ত তারাই নয় এলাকাবাসী বা সমগ্র মানব সমাজের জন্যই তারা এই দোয়া প্রার্থনা করে থাকেন প্রতি বছর। তিনি আরো বলেন আগামী ১৬জুলাই এ বছর যে সমস্ত হজ যাত্রীরা হজ করে ফিরবেন তাদের নিয়ে আবারও একটি দোয়ার মজলিসের আয়োজন করা হবে। এখানে সবাইকে তিনি ওই মজলিসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।