|
---|
জাকির হোসেন সেখ, ১লা মে, বুধবার: চার দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনও তিনদফা ভোটগ্রহণ বাকি। ওদিকে আক্রমণে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফনি। এমন ভয় ভীতি আর উত্তেজনার মধ্যেই মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আজ মাওবাদীদের সন্ত্রাসী হামলায় পড়ে প্রাণ হারালেন ১৬ জন আরক্ষা (পুলিশ) কর্মী। পিচ রাস্তার গভীরে রেখে দেয়া দুর নিয়ন্ত্রিত ভয়ংকর আইডি বিস্ফোরণে মুহুর্তের মধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পুলিশের কনভয়টি এবং প্রায় সঙ্গে সঙ্গেই ১৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পুলওয়ামায় ৪২ জন সেনাকর্মীর মৃত্যুর পর পুলিশ বা সেনাকর্মী মিলে এতবড় মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটলো। বিস্ফোরণ ও মৃত্যুর পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সকলেই গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করেন। উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা দেশ। খবর লেখা পর্যন্তও মাওবাদীদের সাথে পুলিশের গুলির লড়াই চলছে বলে জানা গেছে।