|
---|
নতুন গতি নিউজ ডেস্ক ,দক্ষিণ ২৪পরগনাঃ মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ লালপুর গ্রামে রমজান মোল্লা, (পিতা- মৃত মোহাম্মদ মোল্লা), এর উপর একদল দুষ্কৃতী সন্ধ্যা সাতটা নাগাদ আক্রমণ করে, দুষ্কৃতীরা অটোরিকশায় করে এসেছিল বলে জানা যায়। হঠাৎ অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্র বার করে, রমজান মোল্লাকে গুলি করতে থাকে। রমজানের হাতে তিনটে গুলি লাগে, বর্তমানে মথুরাপুর গ্রামীন হসপিটালে চিকিৎসাধীন,,,
এরপর গ্রামের লোকজন উক্ত দুষ্কৃতীদের তাড়া করে দুজনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। খবর যায় মথরাপুর থানায় থানার প্রশাসন আসার আগেই মৃত্যু হয় দুই দুষ্কৃতী বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটে জলঘাটা গ্রামের রায়দিঘি রোডের পাশে। বর্তমানে মথুরা পুর থানার পুলিশ মৃতদেহ দুটি নিয়ে থানা চলে যায়। তবে মৃত ব্যক্তি দের সনাক্ত করা যায়নি বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ। কিন্তু কেন দুষ্কৃতীরা রমজানের উপরে গুলি চালাল রমজানের গান না ফেরা পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানান প্রশাসন। বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশি ব্যবস্থা রয়েছে।