|
---|
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্য্যকালাপ ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল চান্ডুলীগ্ৰামে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,তুষার সমন্ত,ব্লক নেতা পিন্টু মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস উদ্দীন মল্লিক,শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কোরবান মিদ্দা,সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রফিকুল ইসলাম,করুই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুকেশ চ্যাটার্জি,পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সাগর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এইদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।