|
---|
সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ,নতুন গতি, পূর্ব বর্ধমান:ইঞ্জিনিয়ারদের কাছে আর পাঁচটা দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা | কারণ এই দিনেই জন্মেছিলেন ভারতরত্ন ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার |
আমরা ৫ই সেপ্টেম্বর শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবসে যেমন “শিক্ষক দিবস” পালন করি, ঠিক তেমনই ১৫ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার জন্ম দিনটিকে “ইঞ্জিনিয়ার দিবস” হিসেবে সারাদেশে পালিত হয় |
ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার যিনি ভারতের ইতিহাসে ইঞ্জিনিয়ারিং এর নতুন পথের দিশা দেখিয়ে ছিলেন | তার পরিকল্পনায় তৈরি করা বিভিন্ন নিদর্শন যা ভারতবর্ষের অদ্ভুত কৃতিত্বের স্বাক্ষী বহন করে চলেছে | তিনি শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি একজন মহান সমাজসেবী রূপে ধরা দিয়েছিলেন ভারতবর্ষের বুকে | সুতরাং শিক্ষক, ডাক্তারদের মত ইঞ্জিনিয়ারদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই যায় | তাইতো আজ এই মহান ইঞ্জিনিয়ারের জন্মদিবসে ‘ইঞ্জিনিয়ার দিবস’ পালন করলেন মন্তেশ্বর ব্লকের ভিডিও অফিসে কর্মরত ইঞ্জিনিয়াররা | তারা একত্রিত হয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও ভিডিও বিপ্লব দত্ত কে সম্বর্ধনা জানালেন | পাশাপাশি মন্তেশ্বর বিডিও অফিসের সমস্ত কর্মীবৃন্দকে মিষ্টিমুখ করাতে ভুললেন না ||