ব্লকের ক্ষুদ্র মৎস্যজীবিদের স্বনির্ভর করতে উদ্যোগী বালুরঘাট পঞ্চায়েত সমিতি

বিশ্বদীপ,বালুরঘাট:

    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের কৃষকদের সাথে সাথে মৎস্যজীবীদের উন্নয়ন বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন।এবার তার অনুপ্রেরণাতেই বালুরঘাট ব্লক প্রশাসন দুই ভাগে দশজন করে মোট কুড়ি জন ক্ষুদ্র চাষীকে হাজার টি করে মাছ প্রদান করল। ব্লকের ক্ষুদ্র চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যই এই উদ্যোগ বলে জানা গেছে। আজ এই মৎস্য প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল বালুরঘাট পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে। এই মাছ প্রদানের অনুষ্ঠানে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মন্ডল, মৎস্য কর্মাধক্ষ্য দীপা দাস মন্ডল, বালুরঘাট ব্লকের মৎস্য দপ্তরের আধিকারিক তনুশ্রী মাইতি উপস্থিত ছিলেন। মুলতঃ কৃষি প্রধান জেলাতে কৃষির বাইরেও অন্য জীবিকায় উৎসাহিত করতেই এই উদ্যোগ। ব্লকের ক্ষুদ্র চাষীদের স্বনির্ভর করতে ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুসি জেলার ক্ষুদ্র মৎস্য চাষীরা। এই বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মন্ডল বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা ব্লকের ক্ষুদ্র মৎস্য চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রায় হাজার টি করে মাছ ব্লকের ক্ষুদ্র মৎস্য চাষীদের প্রদান করলাম। আশা করি আমাদের এই উদ্যোগের ফলে কৃষিপ্রধান আমাদের এই জেলার অন্যান্য কৃষকরাও বিকল্প জীবিকা হিসেবে মৎস্য চাষে আগ্রহী হবে।