|
---|
শেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি, কেশপুর:-
করোনা আতঙ্কে থরহরি কম্প বিশ্ব। ভ্যাটিকান সিটি, তিরূপতি মন্দির, মক্কা মদিনা সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বন্ধ। করোনা মহামারী আকার ধারণ করেছে বিভিন্ন দেশে। চিন থেকে শুরু করে ইতালি, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে আমাদের দেশেও বিপদ ঘনিয়ে আসছে। বিপদ দরজায় কড়া নাড়ছে। এখন পর্যন্ত আমাদের দেশে এই ভাইরাস সংক্রমনের হার প্রাথমিক পর্যায়ে আছে। সচেতন খুবই জরুরী আমাদের। হিন্দু-মুসলিম, সিপিএম-তৃণমূল-বিজেপি ,এন আর সি,এন আর পি, মধ্যপ্রদেশে কে গদিতে বসবে,রাজ্যসভার আসন কে কত পেল ইত্যাদি সব কিছুই ভুলে মানুষ এখন নিজের প্রাণ বাঁচানোর পথ খুঁজছে। চাচা আপন প্রাণ বাঁচা।
কিন্তু এরকম একটি পরিস্থিতিতেও কিছু মানুষ যারা ভাবছে তাদের কিছু হবে না তারা সামান্য মাস্ককে নিয়েও কালোবাজারি শুরু করছে। পাঁচ টাকার মাস্ক কে পঞ্চাশ টাকায় বিক্রি করছে। তাই জন্য আমরা সোসাইটির পক্ষ থেকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ বিকেলে করোনা ভাইরাস মোকাবিলায় এলাকার প্রতি দোকানদার বন্ধু, পথচলতি মানুষজন, গাড়ির চালক খালাসি সহ প্রায় 300 জনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও এলাকায় অহেতুক গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হবে। সোসাইটির সভাপতি আব্দুল সোফি বলেন, গোটা বিশ্ব এখন আতঙ্কে আছে। করোনা মোকাবিলার প্রাথমিক পদক্ষেপ হিসাবে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হলো। আগামীদিনে আমরা আরো সদর্থক ভূমিকা নেব। এই রকম এক উদ্যোগ এলাকায় প্রসংসা কুড়িয়েছে।