ফের ২১ লক্ষ বরাদ্দে সাতটি কাজের শুভ শিলান‍্যাস চাঁচল গ্রাম পঞ্চায়েতে

উজির আলী, নতুন গতি, চাঁচল: ২১ শে মার্চ

    ফের একই দিনে সাতটিটি কাজের শুভ শিলান‍্যাস হল মালদহের চাঁচলে। শনিবার চাঁচল গ্রাম পঞ্চায়েতের উদ‍্যোগে ২০১৯-২০ অর্থ বর্ষের ১৪ এফ সি প্রকল্পের মাধ‍্যমে ছয়টি ১০০ মিটার কংক্রিটের রাস্তার কাজ শুরু হয়েছে।
    পঞ্চায়েত এলাকার দক্ষিনশহর,সাঞ্জীব,গিলাবাড়ী,পাহাড়পুর, শ্রীরামপুর ও ধনিয়াপট্টিতে ফিতে কেটে কাজের সূচনা করেন চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধান আজমেরী খাতুন। এছাড়াও উপস্থিত হয়েছিলেন উপ-প্রধান উৎপল তালুকদার,পঞ্চায়েত সমিতির অমিতেষ পান্ডে, সমাজসেবী মোক্তার হোসেন সহ পঞ্চায়েতের প্রতিনিধি গন।

    রানীকামাত জামে মসজিদের উচ্চ বাতি স্তম্ভ নারকেল ফাটিয়ে শিলান‍্যাস করছেন প্রধান আজমেরী খাতুন

    পরে অঞ্চলের রানীকামাত জামে মসজিদের কাছে একটি উচ্চ বাতি স্তম্ভের শিলান‍্যাস করা হয়েছে বলে খবর।
    এদিন প্রত‍্যেক কাজের শুরুতে এলাকবাসীকে মিষ্টি মুখ করা হয় পঞ্চায়েতের তরফে। দীর্ঘদিনের বেহাল রাস্তা দুর্দশার দাবীর সফলতায় একরাশ আনন্দ প্রকাশ দেখা গিয়েছে এলাকাবাসীর মধ‍্যে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে এদিন ছয়টি কাজের জন‍্য ২১,০০০০০(একুশ লক্ষ) বরাদ্দ হয়েছে পঞ্চায়েতের তরফে।