বঞ্চনার অভিযোগ তুলে গলসিতে তৃণমূলের সাংবাদিক বৈঠক

আজিজুর রহমান : গলসিতে তৃণমূলের সাংবাদিক বৈঠক করা হল। এদিন দুপুরে গলসি বাজারের দলীয় কার্যালয়ে ওই বৈঠক করা হয়। বৈঠকে হাজির ছিলেন খন্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি ২ নং ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল, যুব সভাপতি হেমন্ত বাগ, স্থানীয় তৃনমূল নেতা সুজিত সাম সহ অনেকে। সুজন মন্ডল বলেন, একশো দিনের গরীব মানু‌ষের বকেয়া টাকা না দিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। বঞ্চনার অভিযোগ তুলে তারা রাজ্য ছাড়াও দিল্লীতে আন্দোলন করেছেন। তাতেও কোন সুরাহা হয়নি। তবুও তারা থেমে নেই। বহুবার তারা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন। তবুও ওই বঞ্চনা বন্ধ হয়নি। এদিকে একশো দিনের কাজের হিসাবের গরমিলের উত্তরে বিধায়ক বলেন, একশো দিনের সব কাজের হিসাব দেওয়া হয়েছে। যদি কোন জেলা বা ব্লকে গরমিল থাকে তাহলে সেই জায়গা গুলি চিহ্নিত করুক কেন্দ্রীয় সরকার। গোটা রাজ্যে হিসাবে ভুল আছে এমনটি তো সঠিক নয় বলেই আমার মনে হয়। এই বিষয়টি তারাও ভালো ভাবে জানেন। তাই অবিলম্বে গরীব মানুষদের টাকা প্রদান করুক কেন্দ্রীয় সরকার। তাছাড়া কেন্দ্রীয় সরকারের এটা জানা উচিত যে তারা আমাদের নয় রাজ্যের কোটিকোটি গরীব মানুষদের বঞ্চনা করছে। যা এখন গরীব মানু‌ষের কাছে পরিস্কার হয়ে গেছে।