কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে আয়কর দপ্তরে হাজিরার নোটিস

দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: এবার আয়কর দপ্তরের নজরে রাজ্যের এক মন্ত্রী ও তাঁর ছেলে। কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে ১৩ নভেম্বর আয়কর দপ্তরে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। ইমেল মারফত নোটিস পাঠানো হয়েছে বলে খবর। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রীপুত্র।

    সম্প্রতি একাধিক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেছেন অখিল গিরি ও তাঁর ছেলেকে । বলেছিলেন, তিনি জানতে পেরেছেন, আয়কর দপ্তরের তদন্তে উঠে এসেছে মন্ত্রী ও মন্ত্রীপুত্রের আয়ব্যয়ে ৫ কোটি টাকা গোলমাল রয়েছে। এনিয়ে তাঁদের ডাকা হয়েছে বলেও শুনেছেন তিনি। এর পরই মন্ত্রী ও তাঁর ছেলেকে আয়কর নোটিসের বিষয়টি প্রকাশ্যে এল।

    এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সংবাদমাধ্যমকে মন্ত্রীপুত্র তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, “ইমেল মারফত নোটিস পাঠানো হয়েছে। ১৩ তারিখ দপ্তরে দেখা করতে বলেছেন। তদন্তে সহযোগিতা করব। যে গাইডলাইন দেবেন তা মেনে কাজ করব।” তবে রাজনৈতিক প্রতিহিংসা নিয়েও খোঁচা দিয়েছেন মন্ত্রীপুত্র। বলেন, “আমার কোনও গাফিলতি থাকলে নিশ্চয়ই গাইডলাইন মেনে চলব। কিন্তু এটা যেন রাজনৈতিক স্বার্থে পরিচালিত না হয়। একটা দল করি, আরেকটা দল করি না বলে যেন ডেকে না পাঠানো হয়।” মন্ত্রী অখিল গিরি জানিয়ে দিয়েছেন, আইন মেনে পদক্ষেপ করা হবে। তবে যেভাবে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির মাঝেই কারামন্ত্রী ও তাঁর ছেলেকে আয়কর দপ্তর তলব করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।