ভোট প্রচারের সঙ্গে করোনা সচেতনতা বার্তা নিয়ে দুয়ারে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ

নতুন গতি ডেস্ক : বিধানসভা উপনির্বাচনে বুধবার সকালে ভোট প্রচারের সঙ্গে করোনা সচেতনতা বার্তা নিয়ে দুয়ারে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক জনাব এ কে এম ফারহাদ।
রাজ্য বিধানসভার চারটি কেন্দ্রে ৩০ শে অক্টোবর যে ভোট হতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করছে।শেষ বেলার প্রস্তুতি হিসাবে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গ সহ পুরো দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসনকার্য পরিচালিত হবে বলে জানান প্রায় সব নেতৃত্বই।


    খড়দহে’র ১ নং ওয়ার্ডের বড়ো বাড়ি গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার কার্যের ফাঁকে ফারহাদ সাহেব বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দলীয় কর্মসূচি যথাযথভাবে ত্বরান্বিত হচ্ছে তাতে যেকোন রাজনৈতিক ময়দানে দলের জয় অবশ্যম্ভাবী বলে দাবি করে। পাশাপাশি তিনি আরও বলেন ,  তৃণমূল কংগ্রেস যেভাবে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে তা প্রশংসিত হচ্ছে পুরো দেশ জুড়ে। তাই দেশের মানুষ ডাক দিয়েছে মমতা দিদি আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। খড়দহে’র ঐ প্রচারে ফারহাদ সাহেবের সঙ্গে ছিলেন,  কোঅর্ডিনেটর নওসাদ আলম, প্রধান শিক্ষক কুতুব আখতার , তপন মন্ডল, কাশীনাথ ঘোষ, মাফুজা খাতুন, সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।