|
---|
সামসুর রহমান,২৬.০৫.২০২১: রাজনৈতিক মতাদর্শ যাই হোক এ বিষয়ে একেবারে সন্দেহের অবকাশ নেই যে,রাজনৈতিক আঙিনায় জনগনের রায়কে প্রাধান্য দিতে হয় এবং হার জিত থাকেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বড়োদের বলতে শুনেছি যে, ‘কাজের ছেলে কান্তি গাঙ্গুলী ‘। আসলেই এই কথার কেমিস্ট্রি কি তা আমরা আলোচনা করার চেষ্টা করব।আমরা স্যোশাল মিডিয়ার দৌলতে বরাবর সাক্ষী থেকেছি যখনই উপকূলবর্তী এলাকায় মানুষ কোনো সমস্যায় পড়েছেন আমাদের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী মহাশয়কে তাদের পাশে দাঁড়াতে। ফলেই একথা বলায় যায় কান্তি গাঙ্গুলী মানেই কাজ পাগল এক চরিত্র।আমরা সকলেই অবগত যে,গত দুটি বিধানসভার ভোটে তিনি পরাজিত হয়েছেন। তা সত্ত্বেও তিনি ক্ষমতায় থাকা না থাকাকে পাত্তা না দিয়ে শেষ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যেমন করোনা মহামারী,আম্ফানে ও লকডাউনে জনগনের সেবা দিয়েছেন বর্তমানেও “যশ” মোকাবিলায় ও ময়দানে নেমে উপকূলবর্তী এলাকাবাসীদের নিয়ে কাজ করছেন । কখনো বিদ্যালয়গুলিতে আশ্রিতদের অন্ন যোগান ও তার তদারকি তো আবার অনবরত বাঁধ গুলির উপর লক্ষ্য রাখছেন ও সাদ্ধ মতো নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছেন। এলাকার বিদ্যালয় গুলিতে ও উত্তর কুমড়োপাড়া বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে তা পরিদর্শন ও মেরামতির কিছু মূহুর্ত।