|
---|
নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার চারটি কেন্দ্রের উপনির্বাচনে খড়দহ কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন দলীয় প্রার্থী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে শনিবার খড়দহ শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবারের খড়দহ সূর্য সেন নগর ক্লাবের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক তথা দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক, যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী,
কর্মাধ্যক্ষ, তথা বিশিষ্ট শিক্ষক নেতা একেএম ফারহাদ, ব্লক সভাপতি সুকন্ঠ বণিক প্রমুখ।