|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াশ এর প্রভাব অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী অঞ্চল গুলিতে। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বাদ যায়নি উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে চলা বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চল গুলি। নদীর জল প্লাবিত হয়ে বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি,চাষের জমির প্রচুর ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।
খবর পাওয়া মাত্র প্লাবিত হওয়া গ্রাম গাংধুলহাটে,গাংনিয়া, পারুলিয়া, পৌঁছে গিয়ে গ্রামের মানুষের সহায়তায় বাদ মেরামতির কাজ তদারকি করেন জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র গাঙ্গুলী, স্থানীয় প্রধান হুমায়ুন রেজা চৌধুরী,উপপ্রধান বাপি মন্ডল, মফিদুল হক মোল্লা সহ অন্যান্যরা।
বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে ওই অঞ্চলে বিগত দিনে প্রচুর ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছিল। সে কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সব রকমের ব্যবস্থা প্রস্তুত করে রাখা সত্ত্বেও পূর্ণিমার ভরা কোটালে অতিরিক্ত জল প্লাবিত হয়ে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যায় এর ফলে অনেকগুলি কাঁচাবাড়ি ক্ষতির সম্মুখীন এবং চাষের জমিতে পলি জমার ফলে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে।
অত্যন্ত কাজের মানুষ,জনপ্রতিনিধি এ কে এম ফারহাদ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান এবং বিডিও সহ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে গ্রামবাসীদের সহায়তায় দ্রুত বাঁধ মেরামতির কাজ তদারকি করতে শুরু করেন। দুর্দশাগ্রস্ত মানুষদের সেই স্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় পাঠানোর ব্যবস্থা করা এবং সেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়। এ বিষয়ে এ কে এম ফারহাদ বলেন পূর্ণিমার ভরা কোটাল ও ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রশাসনের সহযোগিতায় এবং গ্রামবাসীদের উদ্যোগে অতি দ্রুত মেরামতের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকমের সহযোগিতা করবেন বলে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন। একই সঙ্গে ঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেন।বিডিও সুব্রত মল্লিক বলেন প্রশাসনের তরফে যা যা করণীয় আমরা সব রকমের সহযোগিতা করে গ্রামের মানুষের পাশে আছি। একইসঙ্গে তিনি বলেন অযথা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন সাবধানে থাকুন পশ্চিমবঙ্গ সরকার সব সময় আপনাদের পাশেই আছে।