|
---|
নিজস্ব প্রতিবেদক, তমলুক: বেহাল রাস্তা সারাই- এর দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসী। জানা গেছে,তমলুকের নিমতৌড়ি থেকে শ্রীরামপুরগামী রাস্তা বেহাল। রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ না নেওয়ায় শুক্রবার পথ অবরোধ করেন। এদিন সকাল সাড়ে ন’টা থেকে এগারোটা পর্যন্ত অবরোধ চলে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এক অবরোধকারী বলেন, দীর্ঘদিন রাস্তা বেহাল। প্রায়শ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। টোটো বা অন্যান্য যানবাহন উল্টে যাচ্ছে। ইমার্জেন্সি রোগীরা তাড়াতাড়ি হসপিটালে যেতে পারছে না।অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে।এক সপ্তাহের মধ্যে রাস্তা সারাই না হলে আবার বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অবরোধকারীরা জানান।