পথ দুর্ঘটনা কমাতে পথ সচেতনতার মিছিল পুলিশ ও কন্যাশ্রীদের

হামিম হোসেন মণ্ডল : পথ পথে হয় পথ চেনা। পথে দুর্ঘটনা লেগেই রয়েছে মুর্শিদাবাদে। ইতিহাসে সিরাজদৌল্লার মতো যেমন স্বাধীন চেতা তরুণ নবাব এখানে বিচরণ করেছেন তেমনি মিরজাফরের মতো লোভিও এখানে নাবাবী মুকুটে বিচরণ করেছেন, তাঁর কপোটতার রসদ যুগিয়েছেন রায়দুর্লোভেরা। বিভিন্ন ঐতিহ্য ও দৃষ্টান্তে জড়িত এই মুর্শিদাবাদের পথ-ঘাট-মাটি। বড়সড় পথ দুর্ঘটনার নজির রেখেছে পশ্চিমবঙ্গের এই নবাবী জেলাটি। ডোমকলের দৌলতাবাদের পথ দুর্ঘটনা গোটা রাজ্যকে মহাব্যথীত করে তুলেছিল সেদিন। সেই খত কি সারবার? তারপরেও পথ দুর্ঘটনা কমেনি বলে একাংশের মত। ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’-এর সুফলে হয়তো অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে অনেকে মনে করেন। তাই জেলার বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসন এবং স্কুল-কলেজ সহ অন্যান্যের উদ্যোগে সচেতনতামূলক প্রচার চলছে। তেমনি মঙ্গলবার, রেজিনগর থানার উদ্যোগে ও রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলের কন্যাশ্রীযোদ্ধাদের অংশগ্রহণে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি মিছিল করা হয়। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারের এই পথ পরিক্রমায় পা মিলিয়েছেন স্থানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী, রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অঞ্জন বর্মন, রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলের শিক্ষক-সমাজকর্মী সাবির চাঁদ এবং ওই স্কুলের  কন্যাশ্রীযোদ্ধারা।