হাতে পিস্তল নিয়ে তামাশা করায় কটাক্ষের শিকার মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি’র সভানেত্রী মৃণালিনী মন্ডল

মালদা: মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি’র সভানেত্রী তথা ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল (মাইতি) ব্লকের পঞ্চায়েত সমিতির অফিসে চেয়ারে বসে কেন পিস্তল নিয়ে তামাশা করবেন ? প্রশ্ন সর্বস্তরের নাগরিকদের ।

    পঞ্চায়েত সমিতির অফিসের চেয়্যার’টা মানুষের কাজ করার জন্য কাগজ কলম থাকার কথা । সেখানে আগ্নেয়াস্ত্র অর্থাৎ পিস্তল নিয়ে বসবে , সেটা কেমন কথা ? পিস্তলের লাইসেন্স থাকুক আর না থাকুক । পিস্তল নিয়ে সরকারি অফিসের চেয়্যারে কেন বসবেন ? দাবি সর্বস্তরের নাগরিকদের ।

    পঞ্চায়েত সমিতির সরকারি অফিসে , সভাপতির চেয়্যারে বসে মৃণালিনী মন্ডল মহাশয়া’র পিস্তল দেখানো ? তিনি কি বোঝাতে চাইছেন ” দস্যু মৃণালিনী দেবী ” ? মানুষের দাবি , এটা তৃণমূল কংগ্রেসেই সম্ভব । যাইহোক , পুলিশের প্রশাসনিক তদন্ত চলছে । তৃণমূল কংগ্রেসের উর্দ্ধতন কর্তৃপক্ষ দলীয়ভাবে মৃণালিনী মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও দেখার আছে ।