|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করছেন। আমরা তার সঙ্গে আছি। উনি এখন সারা দেশের মুখ। ২০২৪ সালে আমরা তাকে ভালো জায়গায় দেখতে চাই। কলকাতা সফর শেষ করে মঙ্গলবার পাহাড়ে ফেরার আগে এমনই মন্তব্য করলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। ঠারেঠোরে ২০২৪-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থনের বার্তা দিলেন বিমল গুরুং। তবে, ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের বার্তা দিলেও, পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের পরেই জিটিএ নির্বাচনের অনুরোধ জানিয়েছেন বিমল গুরুং।
পাহাড়ের বাসিন্দাদের নানান দাবিদাওয়া নিয়ে কলকাতা সফরে গিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রতিনিধি দল। প্রায় ১৫ দিন ধরে তারা কলকাতার বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে দেখা করেন। তবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চাইলেও, উনি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতই অভিষেকের সঙ্গে দেখা করে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান দাবি করেন মোর্চা প্রতিনিধিদল। সেই সঙ্গে জিটিএ নির্বাচনেরে দাবিও জানানো হয়।
মঙ্গলবার সকালে কলকাতা থেকে নিউজলপাইগুড়ি স্টেশনে পৌঁছন বিমল গুরুং, রোশন গিরি সহ বাকি প্রতিনিধিরা। বিমল গুরুন সাংবাদিকদের বলেন, রাজ্য সরকার খুব ভালো কাজ করছে এবং মুখ্যমন্ত্রী আগামীদিনে সারা দেশের মুখ। তারা তাদের দাবিদাওয়া নিয়ে বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এবং মন্ত্রীরাও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে দাবি করেন গুরুং। পাহাড়ে পৌঁছে মোর্চার একটি দলীয় বৈঠক করে সেখানেই এসব নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও, তার সঙ্গে দেখা করে দ্রুত পাহাড়, ডুয়ার্স ও তরাই এর স্থায়ী রাজনৈতিক সমাধান করার দাবি জানানো হবে। পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধানের পর জিটিএ নির্বাচন করতে অনুরোধ করা হয়েছে বলে জানান মোর্চা সুপ্রিমো। পাহাড়ে যারা নতুন দল গড়ছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিমল গুরুং।