|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ২৮ বছরে পদার্পন করলো অবিভক্ত মেদিনীপুরের চিরপরিচিত বালিচক সাহিত্য সংসদের মুখপত্র “বালিভূমি”। শারদোৎসবের এক বৈকালিক সাহিত্য আড্ডায় প্রকাশিত হয়েছে শারদ “বালিভূমি”(১৪২৮)।উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুনীল মাজি,রাখহরিপাল,প্রফুল্ল পাল প্রমুখ। এবারের শারদ সংখ্যায় স্মরণ পত্রে কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রপ্রতিম অধ্যাপক ড.বানীরঞ্জন দে,বিশিষ্ট শিক্ষক হরিপদ মন্ডলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রাবন্ধিক অচিন্ত মারিক, বিশিষ্ট নজরুল গবেষক আজহারউদ্দিন খানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রাবন্ধিক অশোক পাল ও কবি উৎপল বসুর স্মরণে কলম ধরেছেন কবি ও প্রাবন্ধিক প্রফুল্ল পাল।এবারের সংখ্যায় ক্রোড়পত্রটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি। এই সংকলনে নেতাজীকে নিয়ে তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণ মূলক আলোচনা কছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে, প্রাবন্ধিক তরুণ গোস্বামী, প্রাবন্ধিক তাপস মুখোপাধ্যায়, প্রাবন্ধিক কামরুজ্জামান প্রমুখ।
এছাড়া পত্রিকায় প্রবন্ধ ও নিবন্ধ রয়েছে ১৫ টি,ছোট গল্প রয়েছে ১৫ টি,অণু গল্প রয়েছে ১০টি, ভ্রমন ২ টি, কবিতা ও ছড়া ৮০টি। এছাড়াও ঔপন্যাসিক সুকুমার কলা’র ‘সেলুলার” উপন্যাসটি এবারের সংকলনে বিশেষ আকর্ষণ। প্রচ্ছদ করেছেন অচিন্ত্য মারিক।পত্রিকার পক্ষে নিত্য দত্ত ও আভা গাঁতাইৎ বলেন প্রায় সাড়ে চারশো পাতার এই লিটিল ম্যাগাজিনটির প্রাণবায়ু হচ্ছেন কবি,লেখক ও পাঠকবর্গ। সংকলনটি পাঠকদের ভালো লাগেলে তবেই এই সম্পাদনা সার্থক হবে বলে তাঁদের অভিমত।