পদ্মশ্রী’ মণিলাল নাগকে রক্ত দিলেন সঞ্জীব জানা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পদ্মশ্রী’ পন্ডিত মণিলাল নাগের চিকিৎসার জরুরি প্রয়োজনে আবারও রক্ত দিতে এগিয়ে এলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাড়শুকলাল চক গ্রামের ভূমিপুত্র সঞ্জীব জানা। করোনা আবহে ২০২০ মার্চ থেকে জরুরি প্রয়োজনে এই নিয়ে টানা ছ’বার রক্তদিলেন সঞ্জীববাবু। করোনা আবহে খুব বেশি বড় আকারের রক্তদান শিবির আয়োজিত না হওয়ায় কারনে কম-বেশি রক্তের সংকট চলছে গোটা রাজ্যজুড়েই। মহানগর কলকাতাও তার ব্যক্তিক্রম নয়। তাই প্রায় দিনই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর বাড়ির লোকেদের।

     

    এভাবেই মঙ্গলবার সমস্যায় পড়েন বিখ্যাত সেতার বাদক “পদ্মশ্রী” পন্ডিত মণিলাল নাগের বাড়ির লোকেরা।মণিলালবাবু বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে বিগত প্রায় কুড়ি-একুশ দিন ধরে সল্টলেকের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তাঁর চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন পড়ে। মণিলালবাবুর কন্যা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিতা নাগ যোগাযোগ করেন করেন কর্মসূত্রে গড়িয়ার বাসিন্দা ইন্ডিয়া কার্বনে লিমিটেডের ই এইচ এস বিভাগের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জীব জানার সাথে। সঞ্জীববাবু তৎক্ষণাৎ রক্তদানে রাজি হয়ে যান এবং মঙ্গলবারবার দুপুরে আ্যপেলো হাসপাতালে রক্তদান করেন।রুগীর পরিবারের তরফে সঞ্জীববাবুকে ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য সঞ্জীববাবুর উৎসাহে। কয়েকমাস আগে তাঁর স্ত্রী অণিমা জানাও রক্তদান করেছেন জরুরি প্রয়োজনে।