|
---|
শিলিগুড়ি: আজ শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে কপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। আজ সকালে শিলিগুড়ি ডে কলেজের পক্ষ থেকে নিহত শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।নিহত আর্মি জেনারেল বিপিন রাওয়াত এবং তার সহযোগীদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা,মালা দেন বহু পথচারীরাও।পরে গান স্যালুট দেওয়া হয় নিহতদের উদ্দেশ্যে।
শিলিগুড়ি কলেজের আর্টস,এবং science বিভাগের ছাত্রছাত্রীরা গোটা কলেজ চত্বরে জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলেন।সঙ্গে ছিলো দেশভক্তির বিভিন্ন সঙ্গীতও।কলেজের পক্ষ থেকে জানান হয়,যারা একেবারেই দুস্থ তাদের এই শীতে কম্বল বিতরন এবং খাদ্যসামগ্রী প্রদান করা হবে।চেষ্টা করা হবে সেদিনের অনুষ্ঠানে নিহত শহীদ সৎপাল রাইএর পরিবারকে উপস্থিত করার।