|
---|
শিলিগুড়ি: বীর শহীদ সতপাল রাই -র মরদেহ আজ তাকদায় তার বাসভবনে পৌঁছানোর পর রাজ্য সরকারের পক্ষ থেকে তথা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো।আজ সকালে সৎপাল রাইএর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দেব এবং শিলিগুড়ির বোর্ড অফ আডমিনিষ্ট্রেটারের সদস্যরা।এদিন গান স্যালুট দিয়ে এই বীর সৈনিককে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আর্মীর অফিসারেরা এবং হাবিলাদের বেশ কয়েকজন।
দেহ গ্রামে আসবার পরই কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েন এই বীর শহীদের পরিবার এবং আত্মীয়রা।একে একে সবাই এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এই বীর শহীদকে।এদিন শেষবারের মত তাকে শ্রদ্ধা জানাতে ভেঙে পড়েছিলো গোটা গ্রাম।এক বিশেষ বিমানে করে নিয়ে আসা হয়েছিলো ভারতমাতার এই বীর সৈনিকের দেহ।তারপরে তাকে শায়িত রাখা হয়েছিলো জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাতে পারে।ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার পরিবারকে দশ লক্ষ টাকা এবং চাকরী দেবার কথা ঘোষনা করেছেন।