|
---|
প্রকাশিত হল ই-বুক ‘মধ্যরাতের কথকতা’
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : অন্যমুখ প্রকাশন থেকে প্রকাশক তানবির কাজি কর্তৃক প্রকাশিত হল কবি শাবানা আজমি’র প্রথম ই-বুক ‘মধ্যরাতের কথকতা’। বইটির প্রচ্ছদ করেছেন অদিতি দাস। বর্ণ সংস্থাপন ও অলংকরণ করেছেন রীতম বিশ্বাস। এ বিষয়ে প্রকাশক তানবির কাজি বলেন, শাবানা আজমি খুব প্রতিভাবান একজন কবি। বাংলা সাহিত্যে মহিলা লেখক খুবই কম। তাই আমাদের চেষ্টা সাহিত্যে তাদের উৎসাহিত করা। যেন তারা সাহিত্যের আকাশে নিজেদের ছাপ ফেলে যেতে পারে।