|
---|
‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ও সাহিত্য আড্ডা
নিজস্ব সংবাদদাতা, ডোমকল : ডোমকল রবীন্দ্র মোড়ের এক হল ঘরে প্রকাশিত হয়ে গেল ‘দ্য ডোমকল কলিং’ নামক মাসিক পত্রিকার দ্বিতীয় সংখ্যা। এবং কবি-সাহিত্যিকদের সমারোহে মননশীল সাহিত্য আড্ডায় সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাইদুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার সম্পাদক এবাদুল হক, ‘সমিধ’ পত্রিকার সম্পাদক সমরেন্দ্র রায়, কবি চিত্রা দত্ত প্রমুখ। পাঠ প্রতিক্রিয়া দেন রেজাউল করিম ও এম নাজিম।
অনুষ্ঠানে প্রবীণদের সাথে নবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমল কুমার সাহা, মাজরুল ইসলাম, সামিরুল মন্ডল, সাহিন রেজা বিশ্বাস, চৈতন্য শর্মা, ইলবাস আলি সহ উপস্থিত সকলে স্বরচিত লেখা পাঠ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাশিদুল বিশ্বাস, কালাম শেখ, বদিউজ্জামান, সুব্রত দাস, হামিম হাসান মন্ডল , খোদাবক্স মন্ডল, বদরুদ্দোজা প্রমুখ কবি-সাহিত্যিকেরা। পত্রিকার সম্পাদক এম এ ওহাব এবং নির্বাহী সম্পাদক ইসা আনসারী উপস্থিত সবাইকে পত্রিকার সঙ্গে আন্তরিকভাবে থাকার অনুরোধ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক তানবির কাজি।