ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

নতুন গতি ওয়েব ডেস্ক:ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বর্তমান সময়োপযোগী বিষয় মনে করে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।উচ্ছসিত এলাকাবাসী।এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে কমবেশি ৫০-৭০ জন মানুষের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।

    ট্রাস্টের কর্নধার মুফতি গোলাম হাবিব জানান,আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকাবাসীর অংশগ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এলাকাবাসী চাইছিল দুই দিন ধরে শিবির করতে, কিন্তু পূর্ব পরিকল্পনা না থাকায় একদিনের শিবির করতে বাধ্য হয়।তবে এলাকাবাসী চাইলে প্রতি তিন মাস অন্তর শিবির করতে রাজি আছি। আজকের এই চক্ষু পরীক্ষা শিবির করতে দৃশ্যম আই হসপিটাল ব্যপক ভাবে সহযোগিতা করেছেন।দৃশ্যম আই হসপিটালের টিমের ব্যবহারে এলাকাবাসী মুগ্ধ।
    এভাবেই সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষগুলোর জন্য কাজ করে চলেছে ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট।
    মানুষের সাথে ,মানুষের পাশে।