বিজয়া সম্মিলনীতে একমঞ্চে নেই গলসির তৃণমূল নেতারা

আজিজুর রহমান,গলসি : বিজয়া সম্মিলনীতে গলসিতে বিধায়কের সাথে একই মঞ্চে দেখা গেলনা গলসি ১ নং ব্লকের ব্লক সভাপতি, যুব সভাপতি ও ব্লকের আই.এন.টি.টি.ইউ.সি এর সভাপতিকে। আর এ থেকেই আবারও শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। কোন্দল রুখতে বারবার ততপর হয়েছেন রাজ্য তথা জেলার নেতারা। তবে কেন যে তা নির্মুল হচ্ছে না সেই উত্তর এখনও অধরা রয়ে গেছে। গতকাল  ১৬ ই অক্টোবর গলসির বিধায়ক নেপাল ঘরুই এর ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিান ছিল এলাকার বুদবুদে। যেখানে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন, যুব সভাপতি পার্থ মন্ডল, বর্তমান ব্লক সহ-সভাপতি সুন্দর পাশোয়ানকে বিধায়কের সাথে একই মঞ্চে দেখা গেছে। তবে সেই মঞ্চে গড় হাজির বর্তমান ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী ও যুব সভাপতি জয়ন্ত মেটে, যুব সহ-সভাপতি দোলন দত্ত ও আই.এন.টি.টি.ইউ.সি এর সভাপতি বাপ্পাদিত্য রায়। সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা কেন এলেন না ওই মঞ্চে তা নিয়ে শোরগোল পরেছে এলাকায়। তবে গড় হাজিরার ঢাকতে বিধায়ক নেপাল ঘরুই ব্লক সভাপতির শারিরীক অসুস্থতার কারন দেখিয়েছেন। তবে ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী জানান, কাল কার বাড়িতে একজন অসুস্থ ছিল তাই তিনি যেতে পারেননি। বিধায়ক তাকে দেরিতে জানিয়েছেন। সেইজন্য ওইদিনই থাকা তার দুটি অনুষ্ঠান স্থগিত রেখেছিলেন। তবে আজ জেলায় গিয়ে বিধায়কের সাথে কথা হয়েছে। এটা কোন গোষ্ঠী দন্দ নয়। আর তিনি পাঁচিলে বসা লোক নন। দল দায়িত্ব দিয়েছে তিনি দায়িত্ব পালন করছেন। তাদের আগের নেতাকর্মীদের ভুলভ্রান্তি হয়েছে। সেগুলি শুধরে সকলকে নিয়ে চলতে চান তিনি।