|
---|
শুভদীপ পতি; হলদিয়া: চৈত্রের প্রথম অধ্যায়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর জুড়ে। জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বারিব্যেড়ায় আগামীকাল সোমবারেই ছিল কালীপুজো উপলক্ষ্যে কয়েকদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন। আর ঠিক এর আগে আজকের সন্ধ্যার কালবৈশাখীর তাণ্ডব লণ্ডভণ্ড হল সবকিছুই।
ঝড়ে ভেঙে পড়ল উৎসবের প্রবেশ পথে তৈরি এলইডি লাইট গেট। এর সাথে এলাকার বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি এবং লাইন। শিল্প নগরী হলদিয়া সহ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট।