|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে হাজির ইয়ার স্পোর্টিং ক্লাবের সম্পাদক ওয়াসিম আক্রাম, সভাপতি জিয়াউর রহমান, সহ ক্লাবের সদস্যবৃনদ।বন্যা পরিস্থিতির পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে বিলি করছেন। ক্লাবের সম্পাদক ওয়াসিম আক্রাম বলেন আমাদের এই ক্লাব সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে,প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও মানুষের জন্য কাজ করে থাকি,এদিন ক্লাবের পক্ষ হতে ১০০ জনের হাতে শুকনো খাবার বিতরন করা হয়,ক্লাবের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।