করোনায় মৃত্যু হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের

 

    নতুন গতি নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে ডব্লুবিসিএস অফিসারের মৃত্যু। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের মৃত্যু। কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন তিনি। আজ, সোমবার তাঁর মৃত্যু হয়।হুগলির প্রশাসন সূত্রে খবর, ডানকুনিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্বে ছিলেন দেবদত্তা। করোনা পজিটিভ হওয়ায় প্রথমে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই সোমবার মৃত্যু হয়েছে তাঁর। দেবদত্তার মৃত্যুতে প্রশাসনিক স্তরে শোকের ছায়া।