|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে এবছর সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুভলিনা পাল।কোয়ালিফাই করে মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। প্রথম রাউন্ড কাউন্সেলিং এ রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে। আপগ্রেডশন এর জন্য দ্বিতীয় রাউন্ড কাউন্সিলিং এ অংশ নিয়েছে। নিটে তার প্রাপ্ত নম্বর ৫৭৭ এদিন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, মির্জাজজ বুল, রাধারানী দাস, সামাদ শেখ, প্ৰমুখ সদস্যরা হবু ডাক্তার শুভলিনা পালকে উত্তরীয়, ব্যাচ, মেমেন্ট, ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করে, আগামীতে ভালো ডাক্তার হওয়ার আহ্বান জানান।