|
---|
জলপাইগুড়ি: সম্বর হরিণ হত্যা করে রান্নার আয়োজনের আগেই মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকা থেকে গরুমারা নর্থ রেঞ্জের বনদপ্তরের জালে দুই অভিযু্ক্ত। সাথে উদ্ধার করা হয়েছে ১১ কেজি কাঁচা মাংস।
জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে বনকর্মীদের ও গরুমারার প্রশিক্ষিত কুকুর আরল্যান্ডকে সঙ্গে নিয়ে ওই এলাকার বাড়িটিতে হানা দেয়।
এরপর কাঁচা এবং রান্না করা মাংস বাজেয়াপ্ত করা হয় এবং দুই অভিযুক্তকে আটক করে গরুমারা নর্থ রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে জানিয়েছেন “সম্ভবত ওই মাংসটি সম্বর হরিণের। মোট ১১ কেজি মাংস উদ্ধার হয়েছে। আটক হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”