|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মাদক পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া পামেলা গোস্বামীকে ফের দলে আনায়, অসন্তুষ্ট বিজেপির একাংশ। যদিও গেরুয়া শিবিরের দাবি, পামেলার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। বেকসুর খালাস হয়েছেন তিনি। তাই তাঁকে দায়িত্ব দিতে কোনও সমস্যা নেই।
জানা যায় বুধবার রাতে বিজেপির যুব মোর্চার কমিটিতে হয় রদবদল। আর তাতে পামেলা গোস্বামী কে সাংস্কৃতিক সেলের দায়িত্ব পেতে দেখায় অখুশি বঙ্গ বিজেপির একাংশ।
উল্লেখ্য, দিন কয়েক আগে দু’টি বিশেষ কেন্দ্রীয় পুরস্কার পেয়ে আপ্লুত হয়ে ‘মোদিজিকে ধন্যবাদ’জানিয়ে টুইট করেছিলেন পামেলা গোস্বামী। এবং সেখানে তাঁর পদ্ম-যোগ স্পষ্ট করেছিলেন। তারপরই নাকি পামেলাকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে এনেছেন যুব সংগঠনের সভাপতি ইন্দ্রনীল খাঁ।