ফের প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বাস্তুদের হাতে তুলে দিলেন জমির পাট্টা

নতুন গতি নিউজ ডেস্ক: ক্ষমতায় এসে রাজ্যের উদ্বাস্তুদের জমির স্বত্ত্বাধিকার দিয়ে আরো একটি প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা-সহ রাজ্যের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি আরো আশ্বাস দেন মতুয়াদেরও জমির পাট্টা দেয়া হবে। তবে আজো তিনি ভূমি দফতরের আধিকারিকদের সতর্ক করে দেন এক কড়া বার্তা।

    তিনি জানান ‘‌মানুষ বিভিন্ন কাজে প্রায়ই ভূমি দফতরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা করে দেবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার নয়, নিয়ম মেনে কাজ করবেন। অনেক সংগ্রামের পর নিজের জমির অধিকার লাভ করেছেন উদ্বাস্তুরা। কলোনি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। কেন্দ্রীয় সরকারের জমি থেকে উচ্ছেদ করা যাবে না। বেসরকারি জমি থেকে উদ্বাস্তুদের উচ্ছেদ নয়।”

    তিনি আরো বলেন ‘বাংলায় ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। এই নিয়ে আমরা একটি পৃথক আইন করেছি। বস্তিবাসীদের জমিও দখল করা যাবে না। বাংলায় সব উদ্বাস্তুরা নিজের জমি ও ঘর পাবেন। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি।’

    মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে উদ্বাস্তুদের সকলের হাতে তুলে দেওয়া হয় জমির দলিল।