|
---|
সেখ সামসুদ্দিন : ১০ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় শরণ্যা হসপিটাল এর সহযোগিতায় পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির ব্যবস্থাপনায় একটি ফ্রী হেলথ চেক আপ ক্যাম্প আয়োজিত হয়। স্বস্তী যুব সংঘের সভা কক্ষে চক্ষু, দন্ত ও মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা এদিন এই শিবিরে প্রায় ২ শতাধিক মানুষের স্ব্যাস্থ্য পরীক্ষা করেন। পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান মাসে অন্তত ১টি করে স্ব্যাস্থ্য পরীক্ষা শিবির জেলার নানা প্রান্তে করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে”।