রাজনীতির বিরল সৌজন্য শালবনীতে, তৃণমূলের লস্যি খেলেন দিলীপ

নিজস্ব সংবাদদাতা :ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় অস্থিরতার পরিবেশ সৃষ্টি হলেও মঙ্গলবার জঙ্গলমহলে দেখা গেল রাজনীতির বিরল সৌজন্য। বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ মনোনয়ন নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছেন কি না তা দেখতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে ঘুরছেন। মঙ্গলবার কেশিয়াড়ি মেদিনীপুর সদর কেশপুর পরিক্রমা করে শালবনির বিডিও অফিসে পৌঁছায়। বিজেপি কর্মীরা তার কাছে পৌঁছানোর পূর্বেই ঠান্ডা পানীয় জল, ও আর এস এবং লস্যি নিয়ে হাজির হলো তৃণমূল কর্মীরা। হকচকিয়ে যান দিলীপ ঘোষ। তা তিনি গ্রহণ করে তৃণমূল কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বিষয়ে দিলীপ ঘোষ কোন মন্তব্য করতে চান নি। তবে তিনি পাল্টা তৃণমূল কর্মীদেরকে জিজ্ঞাসা করেন , “আপনারা মনোনয়ন দিচ্ছেন না কেন মনোনয়ন করে ফেলুন ধন্যবাদ আপনাদের।”

     

    প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দিলীপ ঘোষ মনোনয়ন দেখতে গিয়ে তৃণমূলদের কাছ থেকে চোর চোর স্লোগান শুনে ক্ষুব্ধ হয়েছিলেন। তৃণমূলীদের কাছ থেকে তার উল্টো সৌজন্য এদিন দেখা গেল জঙ্গলমহলের শালবনিতে।