পৌর পরিসেবা সংক্রান্ত একগুচ্ছ দাবিতে খড়্গপুর পৌরসভায় সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পৌর পরিসেবা সংক্রান্ত একগুচ্ছ দাবিতে খড়্গপুর পুরসভা অভিযান ও ডেপূটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো সিপিআইএমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে।

    মূল দাবিগুলো ছিল, নিয়মিত পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহ,সুষ্ঠ জল নিকাশী ব্যবস্থা, নিয়মিত জঞ্জাল সঠিক ভাবে সাফাই ও অপসারণ,হাউস ফর অল,বিধবা,বার্দ্ধ্যক্য, প্রতিবন্ধী,এস সি, এস টি ভাতা সহ অন্যান্য ভাতা নিয়মিত অনুমোদন ও প্রাপকদের কাছে দ্রুত প্রেরণ,সমব্যথীর টাকা প্রাপকদের অতিদ্রুত দেওয়ার ব্যবস্থা,বেহাল রাস্তা ঘাট সংস্কার ও পর্যাপ্ত পথবাতির ব্যবস্থা, কারখানার দূষণ রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ,হাউস হোল্ডিং চালু করা, পুরসভার বিভিন্ন কাজে দূর্নীতি রোধ, স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ, এমকেডিএ’র কাজ সমস্ত ওয়ার্ডে সামঞ্জস্যপূর্ণ বন্টন সহ আরো অন্যান্য দাবি। এইসব দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে খড়্গপুর পুরসভা অভিযান ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন অমিতাভ দাস, স্মৃতিকণা দেবনাথ,সবুজ ঘোড়াই প্রমুখ ।