ডঃ দাইসাকু ইকেদা-কে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করল মানব রচনা বিশ্ববিদ্যালয়

নতুন গতি নিউজডেস্ক: দিল্লির ডঃ আম্বেদকর ইনস্টিটিউশনাল সেন্টারে মানব রচনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় I শিক্ষাবিদ, অন্যান্য গুণীজন ও সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানে মানব রচনা বিশ্ববিদ্যালয়, সোকা গাক্কাই ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডঃ দাইসাকু ইকেদা-কে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করে I বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডঃ প্রশান্ত ভাল্লা বলেন, এর মাধ্যমে তাঁদের বিশ্ববিদ্যালয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডঃ ইকেদা-র নিরলস পরিশ্রম এবং একটি প্রকৃত মানবিক বোধসম্পন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যপূরণে তাঁর অবিরাম পথচলাকে স্বীকৃতি জানাল I ডঃ ভাল্লার হাত থেকে এই সম্মানটি গ্রহণ করেন সোকা গাক্কাই ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট মিনোরু হারাদা I 

    ডঃ ভাল্লা আরও বলেন, বিশ্বশান্তির লক্ষ্যে দাইসাকু ইকেদা-র উদ্যোগ অনেকের কাছেই নতুন পথ দেখায়, তাদের উদ্বুদ্ধ করে I তাঁর সম্পর্কে জেনে, তাঁর লেখা পড়ে, তাঁর কাজ ও জীবনদর্শনের প্রতি ওঁদের আগ্রহ জন্মায় I তিনি আরও বলেন, ডঃ ইকেদা ১৯৯৭ সালে দিল্লি এসে যা বলে গিয়েছিলেন তা চিরকালীন সত্য – ‘শিক্ষা আমাদের স্বাধীন করে’ I এই গ্রহের প্রতিটি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে সেই লক্ষ্যে ডঃ ইকেদা-র চমকপ্রদ উদ্যোগের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও শিক্ষাকে একজন মানুষের আনন্দের সঙ্গে বাঁচার ভিত্তি হিসেবে তুলে ধরার ধারণাটি তিনি প্রচার করে থাকেন I মানুষের খুশিকে তিনি সর্বাধিক গুরুত্ব দিতে বলেন I তাঁকে এই সম্মান দিতে পেরে আজ বিশ্ববিদ্যালয়টিও গর্বিত I
    ডঃ ইকেদা-র জবাবি ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পাঠ করেন সোকা গাক্কাই ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট মিনোরু হারাদা I তাঁর লেখায় ডঃ ইকেদা জোর দিয়েছেন প্রকৃত শিক্ষার উপর, যার উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে খুশি ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া I অনুষ্ঠানে উপস্থিত, সোকা গাক্কাই ইন্টারন্যাশনালের ভারতীয় শাখা সংগঠন, ভারত সোকা গাক্কাই-এর প্রেসিডেন্ট বিশেষ গুপ্তা বলেন, ডঃ ইকেদা-র লেখায় পাওয়া যায়, শিক্ষার অগ্রগতি, শিক্ষার জয় মানে মানুষের অগ্রগতি, মানুষের জয় I তিনি এই সম্মান প্রদর্শনের জন্য মানব রচনা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান I