|
---|
শিলিগুড়ি: জোট নয়, কোলকাতা পৌরসভা নির্বাচনে যে সব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, বিজেপি ও তৃনমূলকে হারাতে পারে শক্তিশালী রাজনৈতিক দল গুলোকে সমর্থন করবে বামফ্রন্ট। শিলিগুড়িতে দলীয় এক কর্মসূচীতে যোগ দিতে এসে একথা বলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।
শনিবার সকালে একদিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। অনিল বিশ্বাস ভবনে এক দলীয় কর্মসূচিতে যোগদানের পর আজই তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা। নিউ জলপাইগুড়ি স্টেশনে কলকাতা পুরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস বা আইএসএফ প্রার্থী দিতেই পারে। তবে আমরা চাইছি যে সব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, সেসব ওয়ার্ড গুলিতে বিজেপি ও তৃনমূলকে হারাতে যারা সক্ষম রাজনৈতিক দলকেই সমর্থণ দেবে বামফ্রন্ট। তবে যদি কেউ প্রার্থী না দেয় সেক্ষেত্রে কতদিন বামফ্রন্ট অপেক্ষা করবেন তা স্পষ্ট করেন নি তিনি। তিনি বলেন শিলিগুড়ি পুর নিগম ও মহকুমা পরিষদের ভোটের জন্য আদালতের দ্বারস্থ্য হয়েছে বামফ্রন্ট বারবার।