|
---|
নিজস্ব সংবাদদাতা, মালবাজার, ৩০ডিসেম্বর: প্রতিক্ষার অবশান ঘটিয়ে বৃহস্পতিবার পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গঠিত হলো মাল পঞ্চায়েত সমিতির বোর্ড। সভাপতি হলেন সুশীল কুমার প্রসাদ (বাবুয়া)।সহ সভাপতি হলেন মহুয়া গোপ।
গত বিধানসভা নির্বাচনের আগে গত জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাবেক মাল ব্লক ভেঙে মাল ও ক্রান্তি নামের দুটি প্রশাসনিক ব্লকের কথা ঘোষণা করেন। সেই মতো দ্রুত দুটি আলাদা ব্লক গঠিত হয়। ক্রান্তি প্রশাসনিক ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড আগেই গঠিত হয়।সেখানে সভাপতি হয়েছেন পঞ্চানন রায়। এপ্রিল ও মে মাসে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পিছিয়ে দেওয়া হয়।
অবশেষে সব প্রতিক্ষার অবশান ঘটিয়ে এদিন পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন এই সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মাল পৌর বোর্ডের প্রশাসক স্বপন সাহা, মাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তমাল ঘোষ সহ অন্যান্যরা। এদিন বোর্ড গঠনের পর সভাপতি সুশীল প্রসাদ বলেন, গোটা ব্লক এরিয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন মুলক কাজ করা হবে। এছাড়া দল যেভাবে নির্দেশ দেবে সেই ভাবে আগামী দিনে সেই মতো উন্নয়ন মুলক কাজ করব”।
জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, করোনা পরিস্থিতিতে এই জেলার কয়েকটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই পঞ্চায়েত সমিতি গুলির বোর্ড গঠন করা হলো। গতকাল নবগঠিত বানারহাট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে। আজ মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হলো। আগামীকাল ধূপগুড়ির বোর্ড গঠন করা হবে”।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান মাল পঞ্চায়েত সমিতিতে ১৬ জন সদস্য রয়েছে। বিরোধী দলের কোন সদস্য নেই। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে বোর্ড গঠন সম্পন্ন হয়।