মহিলা বিজেপী প্রার্থীর হয়ে প্রচারে শিলিগুড়িতে অর্জুন সিং

শিলিগুড়ি: শিলিগুড়িতে বিজেপী সাংসদ অর্জুন সিং আজ শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডে এক মহিলা বিজেপী প্রার্থীর হয়ে প্রচারে আসেন অর্জুন সিং।তিনি আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস হিংসা এবং অত্যাচার করে পুরসভা দখল করতে চাইছে।কিন্তুু মানুষ এর জবাব দেবে।অর্জুন সিং আরো জানান আর কোনভাবেই শিলিগুড়িতে বিজেপীর আশা আটকাতে পারবেনা কেউ।কারন শিলিগুড়ির মানুষ এবারে বিজেপীকেই চায়,অর্জুন সিং জানালেন তিনি শিলিগুড়ির 12নং ওয়ার্ডে নান্টু পাল এবং 15নং ওয়ার্ডের বিজেপী প্রার্থী রাজু সাহার হয়ে প্রচারে বের হবেন।তিনি আরো জানালেন শিলিগুড়িতে বিজেপী পুর্ন শক্তি নিয়েই ক্ষমতায় আসছে।আর যদি তারা ক্ষমতায় আসেন তবে তারা শিলিগুড়িকে উন্নয়নের চাদরে মুড়ে দেবেন।

    শিলিগুড়িতে আজ ভি আই পি দের রমরমা।আজ শিলিগুড়িতে বিজেপীর মিছিলে এসেছেন অর্জুন সিং,আগের থেকেই আছেন প্রিয়াঙ্কা টিব্রুয়াল আসবেন লকেট চ্যাটার্জীরা,অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে এসেছেন রাজ চক্রবর্তী,আজ আসবার কথা ববি হাকিম এবং অনুব্রত মন্ডলেরা (যদিও অনুব্রতর আশা নিয়ে সংশয় আছে)এবং সিপিএমের রবীন দেবরা।যদিও খবর পাওয়া গেছে যে খারাপ আবহওয়ার কারনে অনেকেই আসতে দ্বিধাবোধ করছেন,তবে আজ ববি হাকিমের আসা মোটামুটি পাকা।যদিও গৌতম দেব কিংবা পাপিয়া ঘোষ সেলিব্রিটিদের আসা নিয়ে কোন মন্তব্য করতে চান নি,তবে তারা জানান প্রচারের জন্য আজকে নিয়ে আছে আর মাত্র তিনদিন তাই কলকাতা থেকে নির্দেশ না আসলে তারা এ নিয়ে বেশী সময় খরচ করবেন না,কারন এতে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না।তাই গৌতম দেব এবং পাপিয়া ঘোষ তারা নিজেরাই প্রচারের উপরে জোর দিতে চাইছেন।যদি কলকাতা থেকে সেলিব্রিটিরা আসেন তবে সেক্ষেত্রে বিকল্প ব্যাবস্থা নেওয়া হবে জানিয়েছেন তারা।