|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ফিজিসিয়ান দিবসে এবছরই প্রথম এসোসিয়েশন অব ফিজিসিয়ান অব ইন্ডিয়া বেশকিছু বিশিষ্ট চিকিৎসককে সম্বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহন করে।এবছর ফিজিসিয়ান ডে তে পশ্চিমবঙ্গের ৬ জন চিকিৎসককে সংবর্ধিত করার উদ্যোগ নেয়।এই পরিকল্পনায় সংস্থা কলকাতার বাইরে তিন জন চিকিৎসককে নির্বাচিত করে। এঁদের মধ্যে চিকিৎসক ডাঃ দিবাকর সামন্ত অন্যতম ।
মেদিনীপুরে একটি অনুষ্ঠানে মাধ্যমে ডাঃ সামন্তর হাতে সার্টিফিকেট,মেডেল ও পুস্প স্তবক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় l অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন চিকিৎসক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত। উপস্থিত ছিলেন মেদিনীপুরে মেডিসিন স্পেশালিস্ট ডাঃজি.এন চন্দ্র, ডাঃ এ ۔এস۔ মহাপাত্র , ডাঃ তারাপদ ঘোষ সহ প্রায় ২০ জন ফিজিসিয়ান ।
উল্লেখ ডাঃদিবাকর সামন্ত প্রায় পাঁচ দশকের অধিক সময় ধরে চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি কলেজের অতিথি অধ্যাপক , সুস্বাস্থ্য চক্র , স্টুডেন্টস্ হেলথ হোম , মেদিনীপুর সমন্বয় সংস্থা , বিদ্যাসাগর ইনস্টিটিউড অফ হেলথ সহ বহু সামাজিক ও মানবিক সংস্থায় জড়িত।