|
---|
জহির হোসেন মন্ডল, নতুন গতি : আজ ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর পরিচালনায় west Bengal State AIDS Control Society এবং নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় আরামবাগ থানার কড়ুই গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলী র সম্পাদিকা রিয়া মন্ডল জানান এদিনের শিবিরে নারী-পুরুষ উভয় মিলিয়ে প্রায় ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন।
এদিনে উপস্থিত ছিলেন, আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী মহাশয়, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মেদ্দা, সমাজসেবী নির্মলেন্দু ঘোষ, প্রাক্তন শিক্ষক শক্তিপদ দোলুই সহ বিশিষ্ট জনেরা।