|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : পৌরসভা নির্বাচনে বিজয়ী উত্তর ২৪ পরগণার (গ্রামীণ) মোট ৫ কাউন্সিলরকে সংবর্ধনা জ্ঞাপন করলো দল । একইসঙ্গে বারাসাত সিভিল বার লাইব্রেরীর ৫ বিজয়ী সদস্যকেও সংবর্ধনা দেওয়া হয় ।
জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) পক্ষথেকে মঙ্গলবার বারাসাত সঙ্গম মার্কেট অনুষ্ঠান গৃহে এক বণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রার্থীদের হাতে ফুলের তোড়া এবং একাধিক উপহার সামগ্রী তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী ঋজু ঘোষাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক শ্রী সজল দে, উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস (গ্রামীণ) সভাপতি শ্রী অমিত মজুমদার, জেলা কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি কৃষ্ণপদ চন্দ্র ও সালাউদ্দিন ঘরামি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিমেষ দাস, জেলা ছাত্র পরিষদ সভাপতি পাপাই ঘোষ, জেলা যুব কংগ্রেস নেতৃত্ব অরিজিৎ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী ডালিয়া বসু।
উক্ত সভায় বিজয়ী পৌর সদস্য ও সদস্যাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনের পথ চলার দিক নির্দেশিকাও ঠিক করে দেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ।