বিজেপির সমর্থনে ভোটাভুটির মাধ্যমে খড়ারের নব নির্বাচিত চেয়ারম্যানকে বহিস্কার করলো তৃণমূল

পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের সর্বাধিনায়িকা মমতা বন্দোপাধ্যায় নির্দেশ অমান্য করে বিজেপি কাউন্সিলনের সমর্থনে ভোটাভুটির মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলো। পশ্চিম মেদিনীপুরের সাতটি পুরসভার মধ্যে একমাত্ৰ খড়ার পুরসভায় মুখ পুড়লো তৃণমূল নেতৃত্বের। মুখ বন্ধ খামে রাজ্য থেকে খড়ার পুরসভার চেয়ারম্যান হিসেবে নাম এসেছিল সন্ন্যাসী দোলয়ের। কিন্তু সন্ন্যাসী দোলয়ের বিবদমান গোষ্ঠীর তা মানতে পারে নি। ১০টি ওয়ার্ড বিশিষ্ট খড়ার পুরসভার চেয়ারম্যানের শপথ গ্রহণ কে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাজ্যের পাঠানো চেয়ারম্যানের নাম সহমতে নির্বাচিত না হওয়ায় নির্বাচিত কাউন্সিলদের ভোটাভুটির মাধ্যমে রাজ্যের মনোনীত সন্ন্যাসী দোলয়ের গোষ্টী ও ৭নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর অদ্যুত কুমার মন্ডল গোষ্ঠীর ৪-৪ ভোট পড়ে। বিজেপির ২জন জয়ী কাউন্সিলর ওদ্যুৎ কুমার মন্ডলের সমর্থনে ভোট দিলে রাজ্য নেতৃত্বের মনোনীত প্রার্থী সন্ন্যাসী দোলুই ছিটকে যায়, চেয়ারম্যান নির্বাচিত হয় অদ্যুত কুমার মন্ডল।

    এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হওয়ায় ঘাটাল সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি আসিস হুদাইত সাংবাদিক সম্মেলন করে নব নির্বাচিত চেয়ারম্যান তথা খড়ার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অদ্যুত কুমার মন্ডলকে বহিস্কার করেন। তিনি বলেন, রাজ্যের নির্দেশে অদ্যুত কুমার মন্ডলকে বহিস্কার করা হয়েছে। তিনি যা করেছেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।