|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিজাম প্যালেসে না গিয়ে ষষ্ঠবারও সিবিআই হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে, তাঁর হয়ে আইনজীবী সিবিআই দপ্তরের পথে রওনা দিলেও মাঝপথ থেকেই তিনি ফিরেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি শুধু এটুকুই জানিয়েছেন যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে কি রবিবারও নিজাম প্যালেসে হাজিরা দেবেন না অনুব্রত? তা নিয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।