তীব্র নিন্দা করার পরেও মাছ শিকার নিয়ে চুক্তিস্বাক্ষর রাশিয়া ও জাপানের

নতুন গতি নিউজ ডেস্ক: যুদ্ধে আপত্তি থাকলেও রুশ মাছে জাপানের নেই অরুচি। স্যামন ও ট্রাউট মাছ শিকার নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    এর ফলে নিজের তথা ‘স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলে’ রাশিয়ায় জন্মানো ২ হাজার ৫০ টন স্যামন ও ট্রাউট মাছ শিকার করতে পারবেন জাপানি মৎসজীবীরা। এর জন্য রাশিয়াকে ফি বাবদ প্রায় ২০০ মিলিয়ন ইয়েন (১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার) দেবে জাপান।

    উল্লেখ্য, গোড়া থেকেই ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছে জাপান। নিষেধাজ্ঞা থেকে তেল ও গ্যাস আমদানিতে রাশ টানা, এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চালানোর দাবি জানানো নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।